Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক বছর সমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

তুলা উন্নয়ন বোর্ড, আঞ্চলিক কার্যালয়, যশোর এর অধীনস্থ যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জোনাল কার্যালয় নিয়ে গঠিত। জোনাল কার্যালয়সমূহের  আওতাধীন ৭৮ টি ইউনিট কার্যালয়ের মাধ্যমে তুলা চাষ সম্প্রসারণ, মানসম্পন্ন বীজ উৎপাদন ও বীজ বিতরণ, শিমুল তুলার চারা বিতরণ, বিভিন্ন ধরনের প্রদর্শনী, চাষী প্রশিক্ষণ, মাঠ দিবস, দলীয় আলোচনা, বীজতুলা বাজারজাত করণ ও জিনিং এবং ঋণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন মনিটরিং এবং সমন্বয় সাধন করা হয়। যশোর আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জোনে বিগত ৩ বছরে হাইব্রিড জাতের তুলার চাষ সম্প্রসারণ, হেক্টর প্রতি গাছের সংখ্যা বৃদ্ধি, তুলা গাছের ডগা কর্তন, বৃদ্ধি নিয়ন্ত্রকের ব্যবহার সম্প্রসারণ, ইউরিয়া ও পটাশ সারের যুক্তিসংগত ব্যবহার, উদ্ভিদ খাদ্যোপাদানের ফলিয়ার স্প্রে, গোড়া বাধাই সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তুলার হেক্টর প্রতি ফলন বৃদ্ধিসহ আঁশের গুণগত মানের উন্নয়ন সাধিত হয়েছে।। যশোর অঞ্চলের লবনাক্ত এলাকা সহ তুলা চাষাপোযোগী নতুন নতুন এলাকায় তুলাচাষ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। তামাকচাষ এলাকায় তুলাচাষ প্রবর্তন, নতুন সৃজিত আম/লিচু বাগানে তুলাচাষ, কাঠের নতুন বাগানে তুলাচাষ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে| তুলার সাথে সাথী ফসল হিসেবে লাল শাক, ডাটা শাক, মুলা শাক, মরিচ ও অন্যান্য স্বল্পকালীন শাক-সবজি চাষে চাষীদেরকে উৎসাহিত করা হচ্ছে। ২০২১-২২ মৌসুমে তুলার জমিতে সাথি ফসল হিসেবে গ্রীষ্মকালীন পিয়াজ চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত ৩ বছরে (২০১৮-১৯ হতে ২০২০-২১) যশোর আঞ্চলের যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জোনে স সর্বমোট যথাক্রমে ১৫৬৯৫ হে. জমিতে তুলাচাষ করে ৫০৩০০ মে. টন বীজতুলা, ১৫৭৪৪ হে. জমিতে তুলাচাষ করে ৪৬৮৭৭ মে. টন বীজতুলা, এবং ১৬২২ হে. জমিতে তুলাচাষ করে ৪৫২৭৮ মে. টন বীজতুলা উৎপাদিত হয়েছে।